বিহারের মানুষের ভাগ্য কি হবে? প্রশ্ন এখন এটাই

'প্রধানমন্ত্রী মোদি বুঝতে পারবেন, বিহারের মানুষের ভাগ্য কী হবে'।

New Update
ল।

File Picture

নিজস্ব সংবাদদাতা: জামুইতে জনসভা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। আরজেডি নেতা মৃত্যুঞ্জয় তিওয়ারি এদিন বলেন, “প্রধানমন্ত্রী মোদি যখন আজ বিহারে এসেছিলেন, তখন লোকেরা কীভাবে তিনি বংশবাদী রাজনীতিকে আক্রমণ করেন তা শুনতে উচ্ছ্বসিত ছিল, কিন্তু তিনি সে বিষয়ে কথা বলেননি। প্রধানমন্ত্রী মোদির উচিত এই ১০ বছরে তিনি যা অর্জন করেছেন সেই নিয়ে কথা বলা। ৪ জুনের পরে, প্রধানমন্ত্রী মোদি বুঝতে পারবেন, বিহারের মানুষের ভাগ্য কী হবে”।

 

narendra modi aw2.jpg

জক