মুম্বাই-দিল্লি এয়ার ইন্ডিয়ার ফ্লাইটে ফের বিপত্তি ! দেখুন বড় খবর

কেন ঘটলো এই ঘটনা ?

author-image
Debjit Biswas
New Update
d

নিজস্ব সংবাদদাতা : মুম্বাই থেকে দিল্লিগামী ফ্লাইট নম্বর AI2910, যা আজ ৮ই সেপ্টেম্বর মুম্বাই থেকে দিল্লির উদ্দেশ্যে যাত্রা করেছিল, সেটি প্রথম দফায় অবতরণের চেষ্টায় ব্যর্থ হয়। এই বিষয়ে এয়ার ইন্ডিয়ার একজন মুখপাত্রের দেওয়া তথ্য অনুযায়ী,''বিমানের পাইলট সাধারণ প্রোটোকল মেনে গো অ্যারাউন্ড (go-around) করার সিদ্ধান্ত নেন। এর ফলে, বিমানটি মাটি স্পর্শ করার আগেই পুনরায় আকাশে উঠে যায়। এর ফলে, বিমানটি তার দ্বিতীয় চেষ্টায় নিরাপদে অবতরণ করে। এরপর বিমানের সমস্ত যাত্রী এবং ক্রু সদস্য নিরাপদে নেমে আসেন।''

Air India

উল্লেখ্য,গো অ্যারাউন্ড একটি সাধারণ পদ্ধতি। কোনও কারণে রানওয়ে পুরোপুরি তৈরি না থাকলে বা সেখানে অন্য কোনও বিমান থাকলে এমন সিদ্ধান্ত নেওয়া হয়। সাধারণত, যখন কোনও বিমান অবতরণের জন্য প্রস্তুত হয়, কিন্তু পাইলট হঠাৎ করে কোনও ঝুঁকি দেখতে পান, তখন তিনি গো অ্যারাউন্ড করার সিদ্ধান্ত নেন।