ঠিক কি হয়েছিল শিবু সোরেনের? কেনও পিতা হারা হলেন হেমন্ত সোরেন?

শিবু সোরেনের মৃত্যুর খবর জানুন।

author-image
Aniket
New Update
Former-Jharkhand-CM-Shibu-Soren-critical-on-ventilator_-Sources

File Picture

নিজস্ব সংবাদদাতা: ঝাড়খণ্ডের প্রাক্তন মুখ্যমন্ত্রী ও বর্ষীয়ান রাজনীতিবিদ শিবু সোরেন আজ সকালে ৮টা ৫৬ মিনিটে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুর খবর নিশ্চিত করেছে দিল্লির স্যার গঙ্গা রাম হাসপাতাল, যেখানে তিনি চিকিৎসাধীন ছিলেন।

হাসপাতাল সূত্রে জানানো হয়েছে, দীর্ঘদিন ধরে কিডনির সমস্যায় ভুগছিলেন শিবু সোরেন। এক মাস দেড়েক আগে তিনি স্ট্রোকও করেন। গত এক মাস ধরে তিনি লাইফ সাপোর্ট সিস্টেমে ছিলেন।

Former Jharkhand CM Shibu Soren critical, on ventilator: Sources - The  Economic Times

তাঁর মৃত্যুতে শোকাহত পুরো ঝাড়খণ্ড। পুত্র ও বর্তমান মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন এক বিবৃতিতে বলেন, "আমরা একজন যোদ্ধাকে হারালাম, যিনি আজীবন আদিবাসী ও সাধারণ মানুষের অধিকারের জন্য লড়ে গেছেন।"

শিবু সোরেন তিনবার ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী ছিলেন এবং দীর্ঘ সময় ধরে রাজ্য ও জাতীয় রাজনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। তাঁর মৃত্যুতে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী সহ একাধিক নেতৃবৃন্দ শোকপ্রকাশ করেছেন।

ঝাড়খণ্ড সরকার তাঁর সম্মানে এক দিনের রাজ্য শোক ঘোষণা করেছে। শিবু সোরেনের মরদেহ আজ সন্ধ্যায় রাঁচিতে নিয়ে যাওয়া হবে, এবং কাল সম্পন্ন হবে শেষকৃত্য।