সি.পি. রাধাকৃষ্ণন উপরাষ্ট্রপতি হতেই নিজের দাদাকে নিয়ে কি বলছেন তার নিজের ভাই? শুনুন একবার

কি বললেন সি.পি. রাধাকৃষ্ণনের ভাই?

author-image
Aniket
New Update
Screenshot 2025-09-09 9.55.57 PM

নিজস্ব সংবাদদাতা: উপ-রাষ্ট্রপতি নির্বাচনে এনডিএ প্রার্থী সি.পি. রাধাকৃষ্ণনের বিজয়ে আনন্দ প্রকাশ করেছেন তাঁর ভাই সি.পি. কুমারেশ। তিনি বলেন, “আমি ভীষণ খুশি। রাধাকৃষ্ণন উপ-রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় এটি আমাদের জন্য এক বিরাট আনন্দ। এখন তাঁর দায়িত্ব হলো রাজ্যসভাকে দক্ষতার সঙ্গে পরিচালনা করা, এবং তিনি তা সফলভাবেই করবেন। পাশাপাশি তিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আস্থাও রক্ষা করবেন।”

Screenshot 2025-09-09 9.55.12 PM

উল্লেখ্য, সদ্য সমাপ্ত নির্বাচনে এনডিএ প্রার্থী সি.পি. রাধাকৃষ্ণন দেশের নতুন উপ-রাষ্ট্রপতি হিসেবে নির্বাচিত হয়েছেন।