BREAKING: পুতিনের সঙ্গেই হবে আলোচনা ! নিজের অবস্থানে কড়া জেলেনস্কি

কি বললেন জেলেনস্কি ?

author-image
Debjit Biswas
New Update
Putin

নিজস্ব সংবাদদাতা - এবার তুরস্ক সফরের প্রস্তুতি প্রসঙ্গে কথা বলতে গিয়ে বড় দাবি করলেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। তিনি বলেন,''আমরা আজ আমাদের অবস্থান,আরও একবার পরিষ্কারভাবে আন্তর্জাতিক অংশীদারদের সামনে উপস্থাপন করেছি। এই বিষয়ে তাদের সমর্থনের জন্য আমরা তাদের ধন্যবাদ জানাই।” এরপর রাশিয়ার সঙ্গে শান্তি আলোচনা প্রসঙ্গে তিনি বলেন,''রাশিয়ায় সব সিদ্ধান্ত পুতিনই নেন,তাই যেকোনও শান্তি আলোচনা তার সাথেই হওয়া উচিত।” 

Zelensky