/anm-bengali/media/media_files/ksR1elYNGcPH2nuS8N8x.jpg)
File Picture
নিজস্ব সংবাদদাতা: সন্ত্রাসবাদের বিরুদ্ধে ভারতের শূন্য-সহনশীলতার বার্তা বিশ্বে পৌঁছে দেওয়ার জন্য কেন্দ্রীয় সরকার কর্তৃক সাংসদ শশী থারুরকে ৭টি প্রতিনিধিদলের নেতৃত্ব দেওয়ার বিষয়ে কংগ্রেসের বক্তব্য প্রসঙ্গে এবার বার্তা দিয়েছেন বিজেপি নেতা শেহজাদ পুনাওয়ালা।
/anm-bengali/media/post_attachments/826e24c2-8c9.png)
তিনি বলছেন, "যখন পাকিস্তান তার সন্ত্রাসী সংযোগ এবং যোগসূত্রের জন্য উন্মোচিত হচ্ছে, তখন আমাদের দলীয় রাজনীতির ঊর্ধ্বে উঠে জাতীয় স্বার্থের রাজনীতি করা উচিত। এই পদক্ষেপকে স্বাগত জানানোর পরিবর্তে, কংগ্রেস আবারও তুচ্ছ রাজনীতি করছে। কংগ্রেস যদি শশী থারুরের বিরুদ্ধে এতটাই বিরূপ হয়ে থাকে, তাহলে কেন তারা তাকে এতবার সাংসদ বানিয়েছে? কেন তারা তাকে বিদেশমন্ত্রী করেছে? কংগ্রেসের দেওয়া নামে, এক বা দুইজন হলেন এমন ব্যক্তি যাদের পাকিস্তানের সাথে তাদের কথিত সংযোগের জন্য SIT তদন্ত করছে।"
#WATCH | Delhi: On the statement of Congress regarding MP Shashi Tharoor being chosen by the central govt to lead one of the 7 delegations which will carry India's message of zero-tolerance against terrorism to the world,
— ANI (@ANI) May 18, 2025
BJP leader Shehzad Poonawalla says, "When Pakistan is… pic.twitter.com/4OiVn7n2Ge
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us