সব জায়গায় লবি আর স্বার্থ আছে ! হঠাৎ কেন এই কথা বললেন নীতিন গড়কড়ি

কেন এই কথা বললেন নীতিন গড়কড়ি ?

author-image
Debjit Biswas
New Update
nitin modi.jpg

নিজস্ব সংবাদদাতা : এবার দিল্লির রাজনীতি তোলপাড় করে দেওয়া এক মন্তব্য করলেন কেন্দ্রীয় সড়ক পরিবহন ও মহাসড়ক মন্ত্রী নীতিন গড়কড়ি। উনি দাবি করেছেন যে, সমাজে বিভিন্ন ধরনের স্বার্থ এবং লবি কাজ করছে। আজ একটি অনুষ্ঠানে তিনি বলেন,''সব জায়গায় লবি এবং স্বার্থ আছে। কিছু লোক স্পনসর করে সোশ্যাল মিডিয়ায় প্রচারও চালায়।" 

nitin gadkari

গড়কড়ি আরও বলেন যে,''সমাজে কিছু লোক মিথ্যা প্রচার চালাচ্ছে এবং সোশ্যাল মিডিয়াকে এই ধরনের প্রচারের মাধ্যম হিসেবে ব্যবহার করা হচ্ছে।'' তিনি সম্ভবত এমন কিছু রাজনৈতিক বা বাণিজ্যিক গোষ্ঠীর কথা বলতে চেয়েছেন, যারা তাদের স্বার্থ পূরণের জন্য ভুল তথ্য ছড়াচ্ছে। তাঁর এই মন্তব্য বিভিন্ন মহলে জল্পনা তৈরি করেছে।