/anm-bengali/media/media_files/2025/07/29/screenshot-2025-07-29-103-pm-2025-07-29-22-55-26.png)
নিজস্ব সংবাদদাতা: লোকসভায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বক্তব্যের পর প্রতিক্রিয়া জানিয়ে বিজেপি সাংসদ মায়া নারোলিয়া বলেন, "গোটা দেশ আজ আমাদের সেনাবাহিনীর পাশে আছে। প্রধানমন্ত্রী মোদী অপারেশন সিঁদুরের পুরো কাহিনি শুধু সংসদ নয়, বিরোধী দল ও গোটা দেশের সামনে তুলে ধরেছেন। পাহলগামে নিরীহ মানুষ হত্যার বদলা নেওয়া হয়েছে এই অপারেশনের মাধ্যমে। এর কৃতিত্ব আমাদের সেনা ও সাহসী জওয়ানদের।"
/anm-bengali/media/post_attachments/9c2299da-882.png)
তিনি আরও বলেন, "প্রধানমন্ত্রী মোদীর দুরদর্শিতা ও পাকিস্তানকে উপযুক্ত জবাব দেওয়ার কৌশল — আজ তা গোটা জাতি জানে ও উপলব্ধি করছে। আমি বিরোধী সাংসদদের অনুরোধ করব, অন্তত জাতীয় স্বার্থের প্রশ্নে একজোট হোন।" কংগ্রেসকে নিশানা করে মায়া নারোলিয়া বলেন, "কংগ্রেসের হাতে কোনও বাস্তব ইস্যু নেই। ওদের একটাই কৌশল — চিৎকার করে নিজেদের ভুল কথাগুলোকেই সত্যি প্রমাণের চেষ্টা করা।"
#WATCH | After PM Modi's speech in Lok Sabha, BJP MP Maya Naroliya says, "The entire country is standing with the Indian armed forces. PM Modi told the story of Operation Sindoor to the House, Opposition and even the entire country. Operation Sindoor avenged the killing of people… pic.twitter.com/c6ZDDldQuq
— ANI (@ANI) July 29, 2025
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us