বিজেপি সাংসদ মায়া নারোলিয়া কি বললেন?

"অপারেশন সিঁদুরে সেনার সাফল্য ও প্রধানমন্ত্রীর দুরদর্শিতা আজ গোটা দেশ জানে" — বললেন বিজেপি সাংসদ মায়া নারোলিয়া।

author-image
Aniket
New Update
Screenshot 2025-07-29 10.55.03 PM

নিজস্ব সংবাদদাতা: লোকসভায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বক্তব্যের পর প্রতিক্রিয়া জানিয়ে বিজেপি সাংসদ মায়া নারোলিয়া বলেন, "গোটা দেশ আজ আমাদের সেনাবাহিনীর পাশে আছে। প্রধানমন্ত্রী মোদী অপারেশন সিঁদুরের পুরো কাহিনি শুধু সংসদ নয়, বিরোধী দল ও গোটা দেশের সামনে তুলে ধরেছেন। পাহলগামে নিরীহ মানুষ হত্যার বদলা নেওয়া হয়েছে এই অপারেশনের মাধ্যমে। এর কৃতিত্ব আমাদের সেনা ও সাহসী জওয়ানদের।"

তিনি আরও বলেন, "প্রধানমন্ত্রী মোদীর দুরদর্শিতা ও পাকিস্তানকে উপযুক্ত জবাব দেওয়ার কৌশল — আজ তা গোটা জাতি জানে ও উপলব্ধি করছে। আমি বিরোধী সাংসদদের অনুরোধ করব, অন্তত জাতীয় স্বার্থের প্রশ্নে একজোট হোন।" কংগ্রেসকে নিশানা করে মায়া নারোলিয়া বলেন, "কংগ্রেসের হাতে কোনও বাস্তব ইস্যু নেই। ওদের একটাই কৌশল — চিৎকার করে নিজেদের ভুল কথাগুলোকেই সত্যি প্রমাণের চেষ্টা করা।"