মৃত্যুর আগে শেষ কি বলেছিলেন আতিক?

শনিবার গুলি করে হত্যা করা হয়েছে গ্যাংস্টার থেকে রাজনীতিবিদে পরিণত হওয়া আতিক আহমেদ ও তার ভাই আশরাফকে। মৃত্যুর ঠিক পূর্বে তিনি সংবাদ মাধ্যমে তার ছেলের শেষকৃত্যে উপস্থিত না থাকার বিষয়ে জানিয়েছিলেন।

author-image
Aniket
New Update
aaaa1111111

নিজস্ব সংবাদদাতা: শনিবার গুলি করে হত্যা করা হয়েছে গ্যাংস্টার থেকে রাজনীতিবিদে পরিণত হওয়া আতিক আহমেদ ও তার ভাই আশরাফকে। মৃত্যুর ঠিক পূর্বে তিনি সংবাদ মাধ্যমে তার ছেলের শেষকৃত্যে উপস্থিত না থাকার বিষয়ে জানিয়েছিলেন। তার শেষ কথা ছিল "নাহি লে গেয়ে, তো নাহি গেয়ে (তারা আমাদের নেয়নি তাই আমরা যায়নি)" । তারপরেই হত্যাকারীদের গুলিতে মাটিতে লুটিয়ে পড়েন আতিক আহমেদ ও তার ভাই আশরাফ।