"যদি তারা সরকারে আসে..." প্রকাশ্যে ভয় পেলেন বিজেপি সাংসদ!

'কোরানে বলা হয়েছে যে যতটা সম্ভব খরচ করো'।

author-image
Atreyee Chowdhury Sanyal
New Update
sudhannshu trivedii.jpg

File Picture

নিজস্ব সংবাদদাতা: ওয়াকফ বিল নিয়ে ফের সরগরম রাজ্য রাজনীতি। এদিন সেই প্রসঙ্গে সাংবাদিক বৈঠক করলেন বিজেপি সাংসদ সুধাংশু ত্রিবেদী। এদিন তিনি বলেন, "কোরানে ওয়াকফ বলে কোনও শব্দ নেই। এটা মোল্লা, মৌলভীর সৃষ্টি। কোরানে বলা হয়েছে যে যতটা সম্ভব খরচ করো। ধরে রেখো না। তারা বাবা সাহেবের সংবিধান নিয়ে মজা করতে চায় এবং এটিকে মৌলভী লিপিতে রূপান্তর করতে চায়। আজ, আরজেডি এবং সমাজবাদী পার্টির মতো দলগুলি 'নামাজবাদ'-এর পক্ষে। যদি তাদের সরকার আসে, তাহলে তারা বাবা সাহেব আম্বেদকরের সংবিধানকে ডাস্টবিনে ফেলে দেবে এবং শরিয়া আইন বাস্তবায়ন করবে"।

sudhangshu trivedii.jpg