পাকিস্তানকে কোন তিন শর্তে বিদ্ধ করেছিল ভারত? এবার খোলসা করলেন মোদী

কোনও পারমাণবিক ব্ল্যাকমেইল কাজ করবে না।

author-image
Atreyee Chowdhury Sanyal
New Update
india vs pakistan

File Picture

নিজস্ব সংবাদদাতা: অপারেশন সিঁদুর নিয়ে আলোচনায় ভারতের অবস্থান আরও একবার স্পষ্ট করে দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এদিন তিনি বলেন, “অপারেশন সিঁদুর স্পষ্ট করে দিয়েছে যে ভারত ৩টি বিষয়ে সিদ্ধান্ত নিয়েছে। ১) যদি ভারতের উপর সন্ত্রাসী হামলা হয়, তাহলে আমরা আমাদের নিজস্ব পদ্ধতিতে, আমাদের পরিস্থিতি এবং আমাদের সময়ে জবাব দেব। ২) এখন কোনও পারমাণবিক ব্ল্যাকমেইল কাজ করবে না। ৩) আমরা সন্ত্রাসীদের সমর্থনকারী সরকার এবং সন্ত্রাসের মূল পরিকল্পনাকারীদের দুটি পৃথক সত্তা হিসেবে দেখব না”।

Modi