'পুলিশের গুলি...', মিছিলে শুভেন্দু অধিকারী

শুভেন্দু অধিকারী কলকাতায় রাজ্য সরকারের বিরুদ্ধে গ্রুপ ডি যোগ্য প্রার্থীদের বিক্ষোভে যোগ দিয়েছেন।

author-image
SWETA MITRA
New Update
suvendu mla.jpg

নিজস্ব সংবাদদাতাঃ চাকরি প্রার্থীদের আন্দোলনে সামিল হয়েছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। আর মিছিলে শুভেন্দুর অংশগ্রহণ নিয়ে যথেষ্ট রাজনৈতিক চাপানউতোর শুরু হয়েছে। এই নিয়ে অবশেষে এবার মন্তব্য করলেন নন্দীগ্রামের বিজেপি বিধায়ক। তিনি জানান, ‘অরাজনৈতিক আন্দোলনে বিরোধী দলনেতা হিসেবে এসেছি। একদম উপযুক্ত ব্যানার হাতে নিয়েছি। সরকার দ্বারা যারা নিপীড়িত তাঁদের পাশে আছি। পাশ করা ছেলে মেয়েদের বাদ দিয়ে চাকরি বিক্রি হয়েছে। চাকরি প্রার্থীদের অধিকার আদায়ে অঙ্গীকারবদ্ধ। কয়লা ভাইপোর সুরক্ষায় ২০ জন আইপিএস অফিসার। নবান্নে এক লক্ষ লোক আসুন। পুলিশের গুলি, শেল শেষ হয়ে যাক এমন ব্যবস্থা করা হোক।‘