'সকলের সুমতি হোক', রাজ্যপালের নিশানায় কে?

রাজভবনে দাঁড়িয়ে আজ আবারও একবার বিশেষ বার্তা দিলেন রাজ্যপাল।

author-image
SWETA MITRA
New Update
gandhi cv.jpg

নিজস্ব সংবাদদাতাঃ গান্ধী জয়ন্তীর দিনও নাম না করে তৃণমূলকে কটাক্ষ করলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস (CV Ananda Bose)।  আজ সোমবার কলকাতায় গান্ধীজয়ন্তীউপলক্ষেরাজভবনেমহাত্মাগান্ধীরপ্রতিশ্রদ্ধানিবেদনকরলেনপশ্চিমবঙ্গেররাজ্যপালসিভিআনন্দবসু।গান্ধীজয়ন্তীতেসন্ত্রাসমুক্তরাজ্যগড়ারডাকরাজ্যপালের। এদিকে আজকের দিনেই বঞ্চিতদের নিয়ে দিল্লিতে তৃণমূল (TMC) অবস্থান বিক্ষোভ করবে। সেই নিয়ে রাজ্যপালের বক্তব্য, ‘সকলের সুমতি হোক।‘