/anm-bengali/media/media_files/2024/12/25/7hEzEZ8e5BN1XFdOAaHd.jpeg)
নিজস্ব প্রতিনিধি: বড়দিন উপলক্ষে ডিজে মাইকের প্রতিযোগিতার আয়োজন করেছিল কিছু যুবক। সেই খবর ছড়িয়ে পড়েছিল বিভিন্ন এলাকায়। দূরদূরান্ত থেকে অতিউৎসাহিত যুবকরা তা দেখতে ভিড় জমান সকাল থেকে। কিছুক্ষণ প্রতিযোগিতা চললেও পরে পুলিশ গিয়ে তা হটিয়ে দেয়। পরে কৃষি জমির পাশে থাকা ফাঁকা জায়গায় পৃথক ভাবে বাজতে থাকে ডিজে বক্স। আর তা দেখতে আসার পথেই দুর্ঘটনায় মৃত্যু হল এক যুবকের। আহত আরো দুজন।
ঘটনাটি বুধবার সন্ধ্যা সাড়ে সাতটা নাগাদ মেদিনীপুর সদরের জামশোল এলাকায়। পুলিশ জানিয়েছে, মৃত যুবকের নাম বিক্রম মহাদণ্ড (২৫)। বাড়ি শালবনী থানার কুতুরিয়া গ্রামে। আহতরা হলেন সৌরভ দোলই (২৩), নাসিমুল সর্দার (২৩)। সৌরভের বাড়ি শালবনীর কুতুরিয়া গ্রামে, নাসিমুলের কোতোয়ালী থানার হাতিহলকাতে। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, মেদিনীপুর থেকে একটি বাইকে দুই যুবক গুড়গুড়িপালের দিকে যাচ্ছিল। সেই সময় উল্টো দিক থেকে আরেক বাইক আরোহী আসছিলেন। দুটি বাইকের মুখোমুখি সংঘর্ষ ঘটে। ঘটনাস্থলেই লুটিয়ে পড়েন দুই বাইকের তিনজন। খবর যায় গুড়গুড়িপাল থানায়। পুলিশ গিয়ে তাদের উদ্ধার করে মেদিনীপুর মেডিকেল কলেজ ও হাসপাতালে ভর্তি করে। সেখানেই চিকিৎসকরা বিক্রম মহাদণ্ডকে মৃত বলে ঘোষণা করেন। হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, নাসিমুল সর্দারের শারীরিক পরিস্থিতিও আশঙ্কাজনক। তবে সুস্থ রয়েছে সৌরভ দোলই। বিক্রমের পরিবার সূত্রে জানা গিয়েছে, এদিন সন্ধ্যেবেলা বিক্রম ও সৌরভ একটি বাইকে করে গুড়গুড়িপাল থানার লোহাটিকরি যেতেছিল মাইকের প্রতিযোগিতা দেখতে। আর তখনই এই দুর্ঘটনাটি ঘটে। মৃত্যুর খবর গ্রামে পৌঁছালে নেমে আসে শোকের ছায়া।
#WATCH | Sambalpur, Odisha: Union Minister Dharmendra Pradhan says, "Today, on the auspicious occasion of Good Governance Day, a public campaign of Nikshay Yojana was started in Sambalpur district. There are 1435 active TB patients in our district. With the support of society,… pic.twitter.com/rBqW74bk4M
— ANI (@ANI) December 25, 2024
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us