'পরিবারের মতো লড়বো,' লোকসভার স্ট্র্যাটেজি নির্ধারণ করলেন মমতা

বিহারের প্রাক্তন মুখ্যমন্ত্রী লালু যাদবের সঙ্গে দেখা করতে বৃহস্পতিবার পাটনায় পৌঁছেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)।

author-image
SWETA MITRA
New Update
MAMATA LALU.jpg

নিজস্ব সংবাদদাতাঃ বিহারে (Bihar) পৌঁছে গিয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)।  আজ বৃহস্পতিবার বিহারের প্রাক্তন মুখ্যমন্ত্রী লালু প্রসাদ যাদব ও তাঁর পরিবারের সঙ্গে দেখা করলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী। লালুযাদব (Lalu Prasad Yadav) বিহারেরউপ-মুখ্যমন্ত্রীতেজস্বীযাদবের (Tejashwi Yadav)সঙ্গেদেখাকরারপরপশ্চিমবঙ্গেরমুখ্যমন্ত্রীমমতাবন্দ্যোপাধ্যায়বলেন, ‘আমরাপরিবারেরমতোসম্মিলিতভাবেলড়াইকরব। আমি বিহারের জনগণকে ধন্যবাদ জানাতে চাই। আমি লালুজিকে অনেক শ্রদ্ধা করি। রাবড়ি দেবী, লালুজি এবং উপ- মুখ্যমন্ত্রী তেজস্বী যাদবের সঙ্গে দেখা করে আমি খুশি। তিনি একজন বরিষ্ঠ নেতা। তিনি অনেক দিন জেল ও হাসপাতালে ছিলেন। আজ তার সঙ্গে দেখা করে আমি খুব খুশি। লালু যাদব এখনও ফিট আছেন এবং তিনি বিজেপির বিরুদ্ধে লড়তে পারেন।‘

এদিকে বিহারে বিরোধী ঐক্যের বৈঠকের আগেই পাটনায় চলছে পোস্টার যুদ্ধ। পাটনার রাস্তায় সর্বত্র পোস্টার লাগানো হয়েছে। তাদের মধ্যে ভারতীয় জনতা পার্টির নামও লেখা আছে।

এর মাধ্যমে নীতীশ কুমারসহ বিরোধী দলগুলিকে তীব্রভাবে টার্গেট করা হয়েছে। একটি পোস্টারে বিরোধী দলগুলিকে 'গুণ্ডা' বলে অভিহিত করা হয়েছে।

একটি পোস্টারে সব বিরোধী নেতার ছবি রয়েছে। যেখানে লেখা আছে, স্বজনপোষণ ও দুর্নীতিতে নিমজ্জিত দলগুলোর মহা সম্মেলন। ঘটনাকে ঘিরে রাজনৈতিক চাপানউতোর শুরু হয়েছে।