বুধবার ‘ভারত বনধ্‌’, তার আগে বিজেপি দিল বিশেষ বার্তা

একটি অত্যন্ত ক্ষুদ্র রাজনৈতিক শক্তি।

author-image
Atreyee Chowdhury Sanyal
New Update
bharat bandh

File Picture

নিজস্ব সংবাদদাতা: আগামীকাল অর্থাৎ বুধবার রয়েছে ট্রেড ইউনিয়নগুলির ডাকা 'ভারত বনধ্‌’। সেই 'ভারত বনধ্‌’-কে সমর্থন করার বিষয়ে সিপিআই(এম)-এর বক্তব্য প্রসঙ্গে কেরালার বিজেপি সভাপতি রাজীব চন্দ্রশেখর এদিন বলেন, "এটি কোনও দেশব্যাপী ধর্মঘট নয়। এটি সিপিআই(এম) কর্তৃক ডাকা এবং কংগ্রেস দ্বারা সমর্থিত একটি ধর্মঘট। সিপিআই(এম) যদিও মনে করতে পারে যে এটি জাতির প্রতিনিধিত্ব করে, এটি কেরালার মধ্যেই সীমাবদ্ধ একটি অত্যন্ত ক্ষুদ্র রাজনৈতিক শক্তি। ৯ বছর ধরে সরকারে থাকা এবং কেরালার অর্থনীতিকে পরিকল্পিতভাবে ধ্বংস করে দেওয়া একটি দল আজ ধর্মঘট করে সাধারণ মানুষের জীবনকে নরক করে তোলার কথা বলছে। আমরা আজ আমাদের প্রতিভা হারাচ্ছি, আমাদের যুবসমাজ হারাচ্ছি। এবং যেহেতু আমরা আমাদের যুবসমাজ হারাচ্ছি, তাই আমরা বিনিয়োগ হারাচ্ছি"।

cpim katwa.jpg