New Update
/anm-bengali/media/media_files/CyLVkRx6bKoZoCnd1lm0.jpg)
নিজস্ব সংবাদদাতা: একদিকে যখন ভারতের বেশকিছু রাজ্য গরমের ফলে কষ্ট পাচ্ছে, তখন উত্তরাখণ্ডের কেদারনাথ ধামে হচ্ছে তুষারপাত। আজ সকাল থেকে কেদারনাথ ধামে অবিরাম তুষারপাত হচ্ছে। আবহাওয়ার পরিস্থিতি ক্রমেই খারাপ হচ্ছে বলে জানা যাচ্ছে। আবহাওয়ার দিকে খেয়াল রেখে স্থানীয়দের সতর্ক থাকতে বলা হয়েছে। আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী সকল পূর্ণার্থীদের যাত্রা শুরু করতে বলা হয়েছে। ইতিমধ্যেই জরুরি সহায়তা নম্বর ঘোষণা করা হয়েছে। জরুরি সহায়তার জন্য ১১২ নম্বরে ফোন করতে বলা হয়েছে।
Uttarakhand | There is continuous snowfall in Kedarnath Dham since this morning. Please be careful in view of the weather and start the journey according to the weather forecast. Dial 112 for emergency assistance: Uttarakhand Police
— ANI UP/Uttarakhand (@ANINewsUP) May 1, 2023
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us