মোদি-নীতিশ জুটির জয় হয়েছে বিহারে,এরপর বাংলাও জিতবো ! এবার হুঙ্কার দিলেন কেশব প্রসাদ মৌর্য

কি হুঙ্কার দিলেন কেশব প্রসাদ মৌর্য ?

author-image
Debjit Biswas
New Update
keshavprasadmq1.jpg

নিজস্ব সংবাদদাতা : আজ বিহার নির্বাচনের ফলাফল নিয়ে নিজের প্রতিক্রিয়া জানালেন উত্তর প্রদেশের উপ মুখ্যমন্ত্রী কেশব প্রসাদ মৌর্য। এর পাশাপাশি আজ তিনি বাংলার নির্বাচন নিয়েও চূড়ান্ত আত্মবিশ্বাস প্রদর্শন করেন। তিনি বলেন,''বিহারের এই জয় আসলে প্রধানমন্ত্রী মোদির নেতৃত্ব এবং মুখ্যমন্ত্রী নীতিশ কুমারের সুশাসনের জয়। বিহারের মানুষের তাঁদের প্রতি আস্থা আছে। এটি এনডিএ (NDA)-র ঐক্যের জয়।"

keshav pkl.jpg

এরপর তিনি বলেন,''কাল আমরা বিহার জয় করেছি, এরপরে আমরা উত্তর প্রদেশ, পশ্চিমবঙ্গ এবং তামিলনাড়ুও জয় করব।''