'রাষ্ট্রপতিকে সব জানাবো', জানিয়ে দিলেন সাংসদ

গত ৩ মে থেকে শুরু হওয়া সংবেদনশীল সীমান্তবর্তী রাজ্যে জাতিগত সহিংসতার 'অলস' তদন্তের জন্য মণিপুর সরকারকে তিরস্কার করেছে সুপ্রিম কোর্ট। হিংসা সম্পর্কিত বহু এফআইআর দায়েরের প্রেক্ষাপটে শীর্ষ আদালত পুলিশের পদক্ষেপের অগ্রগতি সম্পর্কে আরও বিশদ জানতে চেয়েছে ।

author-image
SWETA MITRA
New Update
adhirrr.jpg

নিজস্ব সংবাদদাতাঃ মণিপুর (Manipur) ইস্যুতে আজ বুধবার দেশের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর দ্বারস্থ হচ্ছে ‘ইন্ডিয়া (I.N.D.I.A) জোট।‘ জানা গিয়েছে, আজ বুধবার কংগ্রেসসাংসদঅধীররঞ্জনচৌধুরী (Adhir Ranjan Chowdhury)এবংএই জোটের২০জনসাংসদযারা মণিপুরসফরেগিয়েছিলে তাঁরা আজরাষ্ট্রপতিদ্রৌপদীমুর্মুরসঙ্গে দেখা করবেন।এদিন সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে কংগ্রেস সাংসদবলেন, 'আমরাসাড়ে১১টায়রাষ্ট্রপতিরসঙ্গেদেখাকরব।আমরামণিপুরেরপরিস্থিতিএবংরাজ্যসফরেরঅভিজ্ঞতারাষ্ট্রপতিরনজরেআনতেচাই।‘