চলতি বছরেই উদ্বোধন হওয়ার কথা ছিল, তার আগেই ভেঙে পড়ল ব্রিজ

মরবি ব্রিজের স্মৃতি ফিরল বিহারে (Bihar)। আজ রবিবার আগুওয়ানি-সুলতানগঞ্জ নির্মাণাধীন সেতুর তিনটি পিলার ধসে পড়ায় সেতুর প্রায় ১০০ মিটার ভেঙে পড়েছে। 

author-image
Pritam Santra
New Update
FotoJet (82) bridge.jpg

নিজস্ব সংবাদদাতাঃ মরবি ব্রিজের স্মৃতি ফিরল বিহারে (Bihar)। আজ রবিবার আগুওয়ানি-সুলতানগঞ্জনির্মাণাধীনসেতুরতিনটিপিলারধসেপড়ায়সেতুরপ্রায়১০০মিটারভেঙেপড়েছে। এদিকে এই ঘটনা প্রসঙ্গে এবার মুখ খুললেন সুলতানগঞ্জের জেডিইউ বিধায়ক ললিত নারায়ণ মণ্ডল। তিনি আজ সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে জানান, আমরা আশা করেছিলাম, চলতি বছরের নভেম্বর-ডিসেম্বরের মধ্যে সেতুর উদ্বোধন হবে। কিন্তু যেভাবে এটি ধসে পড়েছে তা দুর্ভাগ্যজনক। ঘটনার তদন্ত হওয়া উচিত, কিছু দোষ আছে।‘