প্রধানমন্ত্রী মোদীর পাশে SKM

এবার আরও এক দলের সমর্থন পেলেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। নতুন সংসদ ভবনের উদ্বোধনী অনুষ্ঠানকে ঘিরে বিতর্কের অন্ত নেই। এরই মাঝে বড় ঘোষণা করল সিকিম ক্রান্তিকারি মোর্চা।  

author-image
SWETA MITRA
New Update
skm.jpg

নিজস্ব সংবাদদাতাঃ এবার আরও এক দলের সমর্থন পেলেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। নতুন সংসদ ভবনের উদ্বোধনী অনুষ্ঠানকে ঘিরে বিতর্কের অন্ত নেই। এরই মাঝে বড় ঘোষণা করল সিকিম ক্রান্তিকারি মোর্চা।  সিকিমক্রান্তিকারিমোর্চা (SKM)-এরজ্যাকবখালিংবলেছেন, ‘২৮শেমেপ্রধানমন্ত্রীনরেন্দ্রমোদীরনতুনসংসদভবনেরউদ্বোধনকেআমরাসমর্থনকরি।রেকর্ডসময়েরমধ্যেনতুনসংসদতৈরিকরেছেকেন্দ্র।আমাদেরএকমাত্রসাংসদইন্দ্রহাংসুব্বারওএকইঅবস্থানরয়েছে।  এইকৃতিত্বেরজন্যপ্রধানমন্ত্রীমোদীকেঅভিনন্দনজানাচ্ছি আমরা।‘  নতুন সংসদ ভবনের উদ্বোধনী অনুষ্ঠানের প্রথমে বয়কটের ডাক দিয়েছিল তৃণমূল। তারপর তৃণমূলের সঙ্গে একই সুরে সুর মিলিয়েছিল আম আদমি পার্টি, কংগ্রেস। বর্তমানে দেশের ২০টি রাজনৈতিক দল এই অনুষ্ঠানকে বয়কট করেছে। তাঁদের একটাই বক্তব্য, ‘ব্রাত্য’ করা হচ্ছে দেশের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুকে।