/anm-bengali/media/media_files/JLutJFYuXzoBPVpX55ER.jpg)
নিজস্ব সংবাদদাতাঃ এবার আরও এক দলের সমর্থন পেলেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। নতুন সংসদ ভবনের উদ্বোধনী অনুষ্ঠানকে ঘিরে বিতর্কের অন্ত নেই। এরই মাঝে বড় ঘোষণা করল সিকিম ক্রান্তিকারি মোর্চা। সিকিম ক্রান্তিকারি মোর্চা (SKM)-এর জ্যাকব খালিং বলেছেন, ‘২৮শে মে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নতুন সংসদ ভবনের উদ্বোধনকে আমরা সমর্থন করি। রেকর্ড সময়ের মধ্যে নতুন সংসদ তৈরি করেছে কেন্দ্র। আমাদের একমাত্র সাংসদ ইন্দ্র হাং সুব্বারও একই অবস্থান রয়েছে। এই কৃতিত্বের জন্য প্রধানমন্ত্রী মোদীকে অভিনন্দন জানাচ্ছি আমরা।‘ নতুন সংসদ ভবনের উদ্বোধনী অনুষ্ঠানের প্রথমে বয়কটের ডাক দিয়েছিল তৃণমূল। তারপর তৃণমূলের সঙ্গে একই সুরে সুর মিলিয়েছিল আম আদমি পার্টি, কংগ্রেস। বর্তমানে দেশের ২০টি রাজনৈতিক দল এই অনুষ্ঠানকে বয়কট করেছে। তাঁদের একটাই বক্তব্য, ‘ব্রাত্য’ করা হচ্ছে দেশের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুকে।
#WATCH | Gangtok, Sikkim: We support the inauguration of the new Parliament building by Prime Minister Narendra Modi on 28th May. The new Parliament has been built by the Centre in record time. Our only MP Indra Hang Subba also has the same stand. SKM congratulates PM Modi for… pic.twitter.com/NSqxg3jRtt
— ANI (@ANI) May 26, 2023