New Update
/anm-bengali/media/media_files/2024/11/28/IXiPDJe9EobOixxpoAXY.jpeg)
নিজস্ব সংবাদদাতা: বাংলাদেশে হিন্দুদের ওপর নির্দ্বিধায় হামলা চালিয়ে যাচ্ছে কট্টর মৌলবাদীরা। যার পেছনে সরকারে সায় স্পষ্ট রয়েছে বলেই ইসকন প্রভুর গ্রেফতারের পর মনে করা হচ্ছে। বাংলাদেশে ইসকনকে সন্ত্রাসী গোষ্ঠী হিসাবে তুলে ধরার চেষ্টা করা হচ্ছে। যেই ইসকন গোটা বিশ্বে মানব সেবায় নিযুক্ত সেই ইসকনকে বাংলাদেশে কিছু কট্টর মৌলবাদী সন্ত্রাস গোষ্ঠী হিসাবে প্রচারের চেষ্টা করছে। ফলে এবার যা কখনই তারা ভাবেননি সেই কাজ করতে হল এবার ইসকন প্রভুদের। হাতে তুলে নিতে হল 'আমরা সন্ত্রাসী নই' পোস্টার।
WE ARE NOT TERRORISTS #SaveBangladeshiHinduspic.twitter.com/82Rt0tez7Z
— Radharamn Das राधारमण दास (@RadharamnDas) November 28, 2024