কুস্তিগীরদের আন্দোলন: নীরবতা ভাঙল মোদী সরকার

কুস্তীগিরদের আন্দোলন (Wrestlers Protest) প্রসঙ্গে অবশেষে নীরবতা ভাঙল কেন্দ্রীয় সরকার। লাগাতার দীর্ঘ কিছু সময় ধরে দিল্লির রাজপথে আন্দোলন করেই চলেছেন আন্তর্জাতিক পদকজয়ী কুস্তীগিররা।

author-image
SWETA MITRA
New Update
wrestling.jpg

নিজস্ব সংবাদদাতাঃ কুস্তিগীরদের আন্দোলন (Wrestlers Protest) প্রসঙ্গে অবশেষে নীরবতা ভাঙল কেন্দ্রীয় সরকার। লাগাতার দীর্ঘ কিছু সময় ধরে দিল্লির রাজপথে আন্দোলন করেই চলেছেন আন্তর্জাতিক পদকজয়ী কুস্তীগিররা। এদিকে অবশেষে আজ বৃহস্পতিবার কেন্দ্রীয় মন্ত্রী অনুরাগ ঠাকুর (Anurag Thakur) মহারাষ্ট্রে এই ইস্যুতে মন্তব্য করেছেন। তিনি বলেছেন, "আমরা কুস্তিগীরদের প্রতিবাদের ইস্যুটিকে নিয়ে খুব সংবেদনশীলভাবে মোকাবেলা করছি। খেলোয়াড়রা যা দাবি করেছে, আমরা তা-ই করছি। দিল্লি পুলিশ চার্জশিট দাখিল করার পরে প্রয়োজনীয় ব্যবস্থাও নেবে। যাঁরা এই ইস্যু নিয়ে রাজনীতি করছেন, তাঁদের উদ্দেশে আমি বলতে চাই, আইন সবার জন্য সমান এবং সব খেলোয়াড়ই আমাদের কাছে গুরুত্বপূর্ণ।" দেখুন ভিডিও...