"সিঁদুর", এবার কঙ্গনা রানাউত!

কি দাবি করলেন নেত্রী?

author-image
Anusmita Bhattacharya
New Update
kangana hj

নিজস্ব সংবাদদাতা: আজ লোকসভায় "অপারেশন সিঁদুর" নিয়ে আলোচনা হতে চলেছে। এই নিয়ে বিজেপি সাংসদ কঙ্গনা রানাউত বলেন, "আজ, অপারেশন সিঁদুর নিয়ে ১৬ ঘন্টার আলোচনা হবে যেখানে আমরাও অংশগ্রহণ করব। আজ আমরা সকলের কথা শুনতে আগ্রহী"।

oparetion sindoor