New Update
/anm-bengali/media/media_files/FwJIV6cIPhdRXvhTwTUc.jpg)
নিজস্ব সংবাদদাতা : শেষ পর্যন্ত এসে গেল বহু প্রতীক্ষিত দিন। আজ, শুক্রবার (২ মে) সকাল ৯টায় প্রকাশিত হবে মাধ্যমিক ২০২৫-এর ফলাফল। পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ (WBBSE) আজ আনুষ্ঠানিকভাবে সাংবাদিক সম্মেলনের মাধ্যমে ফল ঘোষণা করবে।
/anm-bengali/media/media_files/1JMIHbwvhw0bZCz1sVYj.png)
ফল ঘোষণার কিছুক্ষণের মধ্যেই, সকাল ৯টা ৪৫ মিনিট থেকে অনলাইনে রেজাল্ট দেখতে পারবেন পরীক্ষার্থীরা। ফলাফল দেখা যাবে পর্ষদের অফিসিয়াল ওয়েবসাইটে —
wbbse.wb.gov.in
সাইটে গিয়ে ‘মাধ্যমিক ২০২৫ ফলাফল’ লিঙ্কে ক্লিক করে রোল নম্বর, জন্মতারিখ দিয়ে লগইন করলেই রেজাল্ট পাওয়া যাবে।
ফল দেখা যাবে আরও কিছু ওয়েবসাইটেও:
wbresults.nic.in
exametc.com
results.shiksha
/anm-bengali/media/media_files/TFBkUn2QnW6M73FxOOji.webp)
অনলাইনে রেজাল্ট দেখার পর নির্দিষ্ট সময়ের মধ্যে স্কুল থেকে মার্কশিট সংগ্রহ করতে হবে। রাজ্যের লক্ষ লক্ষ ছাত্রছাত্রীর কাছে আজকের দিনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us