নিজস্ব সংবাদদাতা: ওয়েনাড ভূমিধসে ইতিমধ্যেই সেনাবাহিনীর কাজ শেষ হয়েছে। তৈরি হয়ে গিয়েছে বেইলি ব্রিজ। যারা ভূমিধসের জেরে আটকে ছিলেন ঘরে, তাঁদেরকে উদ্ধার করা হয়ে গিয়েছে। কিন্তু এখনও যা শেষ হয়ে ওঠেনি, তা হল মৃতদেহ উদ্ধারের কাজ। জমে থাকা জল-কাদা সরালেই মিলছে দেহ! কখনও বা মিলছে দেহাংশ। যা ভয়ঙ্কর করে তুলছে ওনাডের আকাশ-বাতাস। ওয়েনাডের চুরমালায় উদ্ধার অভিযান এখনও অব্যাহত রয়েছে। কেরালার স্বাস্থ্যমন্ত্রী বীনা জর্জের দেওয়া তথ্য অনুযায়ী, বর্তমান ওয়ানাডে ভূমিধসে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩০৮।
/anm-bengali/media/media_files/aoyCAGIMJ6hmn8cNOa5u.webp)