প্রাণের ঝুঁকি নিয়ে জলের সন্ধানে! রইলো ভিডিও

মেদিনীপুর, দুর্গাপুর, আসানসোল সহ বিভিন্ন জেলায় পানীয় জলের সঙ্কট ক্রমে তীব্র আকার ধারণ করছে। পানীয় জলের দাবিতে চলছে লাগাতার আন্দোলন-পথ অবরোধ। এবার মহারাষ্ট্রেও দেখা গেল সেই ছবি।

author-image
Pallabi Sanyal
New Update
maharastra water

জলসঙ্কট

নিজস্ব সংবাদদাতা : গ্রীষ্মকালে জলকষ্ট যেন প্রধান সমস্যা হয়ে দঁড়ায় মানুষের জীবনে। বৃষ্টি না হলে খরার সম্ভাবনা, অন্যদিকে, পানীয় জলের ঘাটতিতে যেন জীবনচক্রটাই ব্যাহত হয়। মেদিনীপুর, দুর্গাপুর, আসানসোল সহ বিভিন্ন জেলায় পানীয় জলের সঙ্কট ক্রমে তীব্র আকার ধারণ করছে। পানীয় জলের দাবিতে চলছে লাগাতার আন্দোলন-পথ অবরোধ। এবার মহারাষ্ট্রেও দেখা গেল সেই ছবি। নাসিকের পেথের একটি গ্রামে তৃষ্ণা মেটাতে বাড়ির মেয়ে , বউরা কলসী মাথায় নেমে পড়েছেন রাস্তায়।  এই গরমে পায়ে হেঁটে বহুদূরে তাদের যেতে হচ্ছে জলের সন্ধানে। যাও বা একটা কুঁয়ো রয়েছে, জলস্তর তার একদম নিচে। ওপর থেকে বালতি ফেললেও জলের নাগাল পাওয়া মুশকিল। অগত্যা তাই প্রাণের ঝুঁকি নিয়ে কুঁয়োয় নামতে বাধ্য হচ্ছেন মহিলারা। দেখুন সেই রোমহর্ষক ভিডিও।