জলস্তর ২০৮.৪০ মিটার ! যমুনার নয়া রেকর্ড

নয়া রেকর্ড ছুঁয়ে ফেলল যমুনা। বিপদ সীমার উপর দিয়ে বইছে এই নদী। ভারী বর্ষণ চলছে। হথনিকুন্ড ব্যারেজ থেকে জল ছাড়া হয়েছে, যার জেরে যমুনা নদীর জল আরও বেড়ে গিয়েছে। 

author-image
Ritika Das
New Update
yamuna (1).jpg

নিজস্ব সংবাদদাতা: গত বুধবার যমুনার জলস্তর ২০৭ মিটার পেরিয়ে গিয়েছিল। কিন্তু শুক্রবার সকাল ৯টা'র রিপোর্ট বলছে, যমুনার জল ২০৮.৪০ মিটার ছুঁয়েছে। দিল্লিতে অবিরাম বৃষ্টিপাত চলছে। সেই সঙ্গে হথনিকুন্ড ব্যারেজ থেকে জল ছাড়া হয়েছে। ফলে বিপদ সীমা ছাপিয়ে গিয়েছে যমুনা নদীর জলস্তর। 

শুক্রবার সকালে দেখা যায়, ওল্ড রেলওয়ে ব্রিজে যমুনা নদীর জলস্তরের যে বিপদ সীমার চিহ্ন করে দেওয়া আছে, সেই চিহ্নের উপর দিয়ে বইছে নদীর জল। এদিন সকাল ৯টা নাগাদ যমুনা নদীর জলস্তর ২০৮.৪০ মিটার উচ্চতায় পৌঁছে নতুন রেকর্ড গড়েছে বলেও জানা গিয়েছে।