/anm-bengali/media/media_files/UpamXIe0cod75yB86eFe.jpg)
নিজস্ব সংবাদদাতাঃ দিল্লির জামা মসজিদে ঈদ-উল-ফিতর উপলক্ষে আনন্দে মেতে উঠেছেন সাধারণ মানুষ। পবিত্র রমজান মাসে এক মাস রোজা রাখার পর প্রথম অর্ধচন্দ্র দেখার মধ্য দিয়ে পবিত্র ঈদ-উল-ফিতর উদযাপন করছেন সারা বিশ্বের মুসলমানরা। শাওয়াল মাসের প্রথম দিন ঈদ পালিত হয়। রমজান হচ্ছে ইসলামী ক্যালেন্ডারের নবম মাস। নতুন চাঁদ দেখার ওপর নির্ভর করে বিশ্বের বিভিন্ন দেশে বিভিন্ন দিনে ঈদ পালিত হয়। ইসলামী বিশ্বাস অনুসারে, নবী মুহাম্মদের প্রথম প্রত্যাদেশকে স্মরণীয় করে রাখার জন্য বিশ্বব্যাপী মুসলিমরা রমজানকে উপবাসের মাস হিসেবে পালন করে থাকে। সেই কারণে ঈদ-উল-ফিতর উপলক্ষে দিল্লির জামা মসজিদে নামাজ আদায় করতে উপস্থিত হন বহু মুসলিম।
দেখুন দিল্লির জামা মসজিদের ভিডিও-
#WATCH | People offer namaz at Delhi's Jama Masjid on the occasion of #EidAlFitrpic.twitter.com/rvG7Ntbm83
— ANI (@ANI) April 22, 2023
দেখুন মুম্বইয়ের মাহিম দরগার ভিডিও-
#Maharashtra | People offer namaz at Mumbai's Mahim Dargah on the occasion of #EidUlFitrpic.twitter.com/pHalpwKPrq
— ANI (@ANI) April 22, 2023
দেখুন ভোপালের ঈদগাহ ময়দান ভিডিও-
#WATCH | People offer namaz at Eidgah in Bhopal, Madhya Pradesh on the occasion of #EidUlFitrpic.twitter.com/I11JjLBsX8
— ANI MP/CG/Rajasthan (@ANI_MP_CG_RJ) April 22, 2023
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us