New Update

নিজস্ব সংবাদদাতাঃ দেশে শীতের আগমন হয়ে গিয়েছে। এই আবহেই কাঠুয়ার সারথাল থেকে মনমুগ্ধ করা দৃশ্য দেখা গিয়েছে। জানা গিয়েছে যে, এই অঞ্চলে মরশুমের প্রথম তুষারপাত দেখা গিয়েছে। সেই মনোরম দৃশ্য আপনার মনকে আপ্লূত করে তুলবে। দেখুন সেই ভিডিও।
/anm-bengali/media/post_attachments/6bf32802-b22.png)
ভারতের আবহাওয়া বিভাগ (আইএমডি) জানিয়েছে, আগামী ২৪ ঘণ্টার মধ্যে দক্ষিণ কাশ্মীরের কিছু জায়গায় তুষারপাতের সম্ভাবনা রয়েছে। জানা গিয়েছে যে, উপত্যকা জুড়ে তাপমাত্রা হিমাঙ্কের থেকে কয়েক ডিগ্রি নীচে নেমে যাওয়ায় কাশ্মীরে শৈত্যপ্রবাহের প্রভাব তীব্র হয়েছে। পারদের মাত্রা নেমে গিয়েছে ৯ ডিগ্রি সেলসিয়াসে। গুলমার্গ জেলার সবচেয়ে ঠান্ডা স্থান হিসাবে বিবেচিত হয়েছে।
/anm-bengali/media/post_attachments/1a8c60b3-cde.png)
#WATCH | J&K: Mesmerising visuals from Kathua's Sarthal as the area receives fresh snowfall pic.twitter.com/1NvDQ36vek
— ANI (@ANI) December 10, 2024
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us/anm-bengali/media/post_attachments/03328015-19a.png)