Cyclone Biparjoy: মৎস্যজীবীদের সতর্ক করল প্রশাসন

আসন্ন ঘূর্ণিঝড় ‘বিপর্যয়’ (Biparjoy) নিয়ে সতর্কবার্তা জারি করেছে ভারতীয় আবহাওয়া দফতর বা আইএমডি (IMD)।  আরব সাগরে তৈরি হওয়া প্রবল ঘূর্ণিঝড়ের কথা মাথায় রেখে মৎস্যজীবীদের গভীর সমুদ্রে যেতে মানা করেছে তিরুবনন্তপুরমের স্থানীয় প্রশাসন।

author-image
SWETA MITRA
New Update
cyclone.jpg

 নিজস্ব সংবাদদাতাঃ আসন্ন ঘূর্ণিঝড় ‘বিপর্যয়’ (Biparjoy) নিয়ে সতর্কবার্তা জারি করেছে ভারতীয় আবহাওয়া দফতর বা আইএমডি (IMD)।  আরব সাগরে তৈরি হওয়া প্রবল ঘূর্ণিঝড়ের কথা মাথায় রেখে মৎস্যজীবীদের গভীর সমুদ্রে যেতে মানা করেছে তিরুবনন্তপুরমের স্থানীয় প্রশাসন। কেরালার এক মৎস্যজীবী জানান, ‘গতকাল রাতে প্রবল হাওয়ার কারণে মৎস্যজীবীরা সমুদ্র তীরের কাছাকাছি অবস্থান করছেন এবং গভীর সমুদ্রে যাচ্ছেন না।‘