নিতেশ রানে’র মন্তব্যে আপত্তি জানালেন ওয়ারিস পাঠান

AIMIM নেতা জানান—গাছ কাটা নিয়ে আলোচনা চললেও রানে বিষয় অন্যদিকে ঘোরানোর চেষ্টা করছেন, মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণের আহ্বান।

author-image
Aniket
আপডেট করা হয়েছে
New Update
Screenshot 2025-12-04 9.52.01 PM

নিজস্ব প্রতিনিধি: মুম্বাইয়ে মহারাষ্ট্র মন্ত্রী নিতেশ রানে’র মন্তব্যকে কেন্দ্র করে রাজনৈতিক বিতর্ক তীব্র হয়েছে। AIMIM-এর জাতীয় মুখপাত্র ওয়ারিস পাঠান জানান, দেশ, গণতন্ত্র বা ধর্মনিরপেক্ষতার পক্ষে এ ধরনের মন্তব্য কোনওভাবেই গ্রহণযোগ্য নয়। তিনি বলেন, আলোচ্য বিষয় ছিল গাছ কাটা, কিন্তু রানে তা ছেড়ে ছাগল উৎসর্গের প্রসঙ্গ তুলে বিতর্ক বাড়াতে চাইছেন।

পাঠানের দাবি, মুসলিমরা বহু বছর ধরে আইন মেনেই ঈদ উদযাপন করে আসছেন, তাই এমন মন্তব্য কেবল ভোট মেরুকরণের উদ্দেশ্যেই করা হচ্ছে। তিনি মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রীর কাছে বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করার অনুরোধ জানান।