BREAKING: ২০০৬ মুম্বই ট্রেন বিস্ফোরণ মামলায় বেকসুর খালাস ১২ ! “এটা সত্য ও ন্যায়ের জয়” বললেন ওয়ারিস পাঠান

কি বললেন ওয়ারিস পাঠান ?

author-image
Debjit Biswas
New Update
breaking new 2

নিজস্ব সংবাদদাতা : সম্প্রতি ২০০৬ সালের মুম্বই ট্রেন বিস্ফোরণ মামলায় গ্রেপ্তার হওয়া ১২ জনকেই বেকসুর খালাস করেছে বোম্বে হাইকোর্ট। আর এবার এই বিষয়েই বড় মন্তব্য করলেন এআইএমআইএম (AIMIM) পার্টির মুখপাত্র ওয়ারিস পাঠান। তিনি বলেন,''এটা সত্য ও ন্যায়ের জয়। শুধুমাত্র সন্দেহের ভিত্তিতেই ১২ জন নিরপরাধ মুসলিমকে গ্রেপ্তার করে ১৯ বছর জেলে রাখা হয়েছিল। এদের মধ্যে অনেকে তাদের যৌবন, বাবা-মা ও জীবনের ১৯টি বছর হারিয়েছেন মিথ্যা মামলায়। এখন এই দায়িত্ব কে নেবে ?''

aimim leaderrr 1