নিজস্ব সংবাদদাতাঃ আগামীকাল লোকসভায় সাংসদ হিসেবে শপথ নেবেন কংগ্রেসের প্রিয়াঙ্কা গান্ধী ভাদ্র এবং রবীন্দ্র বসন্তরাও চ্যাবন। সাম্প্রতিক লোকসভা উপ-নির্বাচনে তারা যথাক্রমে ওয়ানাড এবং নান্দেদ থেকে সংসদে নির্বাচিত হয়েছেন।
Congress' Priyanka Gandhi Vadra and Ravindra Vasantrao Chavan to take oath as MPs in Lok Sabha tomorrow. They were elected to the House from Wayanad and Nanded respectively in the recent Lok Sabha by-polls.
এ ক্ষেত্রে উল্লেখ্য যে, ওয়ানাডে উপ নির্বাচনে কংগ্রেসের প্রিয়াঙ্কা গান্ধী বঢরা বিপুল ভোটে জয় পেয়েছেন। প্রিয়াঙ্কা তার নির্বাচনী আত্মপ্রকাশে ২০২৪ সালের লোকসভা নির্বাচনে তার ভাই রাহুল গান্ধীর বিজয়ের ব্যবধানকে ছাড়িয়ে চার লাখেরও বেশি ভোটের বিশাল ব্যবধানে ওয়ানাড লোকসভা উপনির্বাচনে জিতেছিলেন।
সূত্র মারফত জানা গিয়েছে যে, প্রিয়াঙ্কা গান্ধী আগামীকাল ওয়ানাডের সাংসদ হিসাবে শপথ নেবেন, সংসদে মা ও ভাইয়ের সাথে যোগ দেবেন।