New Update
/anm-bengali/media/media_files/Xxb7JEcqg965xk22Mzd0.jpg)
File Picture
নিজস্ব সংবাদদাতা: ঠিক সকাল সাড়ে ১০টা, দেশবাসী এখন তাকিয়ে সে দিকেই। কেননা ওই সময়ই সুপ্রিম কোর্টে শুরু হবে আরজি কর মামলা। গত সপ্তাহেই আরজি কর কাণ্ড নিয়ে মামলা করা হয় সুপ্রিম কোর্টে। তখনই জানানো হয়, মঙ্গলবার কোর্ট শুরু হওয়ার পর প্রথম মামলায় হবে সেটি। আজ তাই দেশবাসী তাকিয়ে সেই শুনানির দিকেই। এই মামলার আইনজীবী বিকাশরঞ্জন ভট্টাচার্য দিল্লি পৌঁছে গিয়েছেন ইতিমধ্যেই। শীর্ষ আদালতের প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়, বিচারপতি জেবি পর্দিওয়ালা ও বিচারপতি মনোজ মিশ্রের বেঞ্চে এই মামলার শুনানি হবে বলেই জানা যাচ্ছে।
/anm-bengali/media/media_files/ZOwBOdQuvvMEvqxBPz4a.jpeg)
/anm-bengali/media/media_files/i5CSl12ek03jOHmKDRki.jpg)
/anm-bengali/media/media_files/aoyCAGIMJ6hmn8cNOa5u.webp)
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us