রাস্তায় কোমর সমান জল, ভোগান্তি যাত্রীদের

হরিয়ানায় ভারী বৃষ্টি। যার জেরে জলমগ্ন হয়ে পড়েছে আম্বালা সহ হরিয়ানার একাধিক এলাকা। সেখানে ভারী থেকে অতি ভারী বৃষ্টি শুরু হয়েছে। রাস্তায় জল জমে থাকার ফলে গাড়ি চলাচল ব্যাহত হয়েছে। 

author-image
Ritika Das
New Update
ambala.jpg

ফাইল চিত্র 

নিজস্ব সংবাদদাতা: পূর্বাভাস ছিল যে, ভারী বৃষ্টি হবে হরিয়ানায়। সেই মত গত রবিবার থেকেই সেখানে শুরু হয় ভারী বর্ষণ। যার জেরে জলমগ্ন হয়ে পড়ে হরিয়ানার একাধিক এলাকা। এর মধ্যে রয়েছে আম্বালা। সেখানে গত ২৪ ঘণ্টায় ভারী থেকে অতি ভারী বৃষ্টি হয়েছে বলে জানা গিয়েছে। ফলে সোমবার সকালে দেখা গেল, জলমগ্ন হয়ে পড়েছে আম্বালার একাধিক এলাকা। 

ভারী বৃষ্টির কারণে আম্বালা-চণ্ডীগড় হাইওয়েতে জল জমেছে। সেখান দিয়ে গাড়ি যাতায়াত করতে পারছে না। প্রায় কোমর সমান জল জমেছে সেই রাস্তায়। যানজট দেখা দিয়েছে। অনেক যাত্রী গাড়ি থেকে নেমে জলের মধ্যে দিয়ে হেঁটে রাস্তা পেরোচ্ছেন।