/anm-bengali/media/media_files/rAkHjAAAsreGGbdV4X8Z.jpg)
নিজস্ব সংবাদদাতাঃ সুপ্রিম কোর্টে বড় ধাক্কা খেল রাজ্য। রাজ্যের এসএলপি খারিজ করল সুপ্রিম কোর্ট। রাজ্যের লিভ পিটিশন আজ মঙ্গলবার খারিজ করে দিল দেশের শীর্ষ আদালত। কলকাতা হাইকোর্টের রায়ই বহাল রাখল সুপ্রিম কোর্ট। অর্থাৎ পশ্চিমবঙ্গের পঞ্চায়েত ভোট (Panchayat Vote) হবে কেন্দ্রীয় বাহিনীর তত্ত্বাবধানেই। এদিন সুপ্রিম কোর্ট জানিয়েছে, পঞ্চায়েত ভোটে বাংলার কোনায় কোনায় মোতায়েন থাকবে কেন্দ্রীয় বাহিনী। সুপ্রিম কোর্টের বিচারপতি নাগরত্ন জানিয়েছেন, স্বচ্ছ ও শান্তিপূর্ণ ভোট করাতেই কেন্দ্রীয় বাহিনীকে মোতায়েন করার রায় দিয়েছিল কলকাতা হাইকোর্ট। এই বিষয়ে আমরা কোনও হস্তক্ষেপ করব না বা আমরা আগ্রহী নই, তাই রাজ্য সরকার ও নির্বাচন কমিশনের স্পেশাল লিভ পিটিশন খারিজ করা হল।'
বিস্তারিত আসছে...
Supreme Court dismisses the plea challenging the Calcutta High Court's order regarding the deployment of central forces in panchayat elections in West Bengal, refuses to interfere with the HC order. pic.twitter.com/t2ostlP9sP
— ANI (@ANI) June 20, 2023
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us