New Update
/anm-bengali/media/media_files/NwoI1G8PO5ipbSKj3WNc.jpg)
ফাইল চিত্র
নিজস্ব সংবাদদাতাঃবৃহস্পতিবার অর্থাৎ আজ সকালে তেলেঙ্গানার ১১৯টি বিধানসভা কেন্দ্রে ব্যাপক আয়োজনের মধ্য দিয়ে ভোটগ্রহণ শুরু হয়। সকাল ৭টা থেকে ভোটগ্রহণ শুরু হয়েছে চলবে সন্ধ্যা ৬টা পর্যন্ত। সূত্রে খবর, তেলেঙ্গানার কামারেড্ডি বিধানসভা কেন্দ্রের ২৫৩ নম্বর বুথে ইভিএম মেশিনের ত্রুটির কারণে শেষ ৩০ মিনিট ধরে ভোট গ্রহণ বন্ধ ছিল।
#WATCH | Telangana Elections | Voting halted for the last 30 minutes at Booth No. 253, R&B Building in Kamareddy Assembly constituency due to a malfunction of the EVM machine here. pic.twitter.com/2EOcA0n0Uq
— ANI (@ANI) November 30, 2023
জানা গিয়েছে, পুনরায় সকাল ৮টার দিকে কামারেড্ডি বিধানসভা কেন্দ্রের ২৫৩ নম্বর বুথে ভোতগ্রহণ শুরু হয়।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us