BIHAR ELECTION: আজ থেকে শুরু হল বিহার নির্বাচন ! প্রথম দফার ভোটে আজ কঠিন অগ্নিপরীক্ষা সম্রাট চৌধুরী ও তেজস্বীর মতো হেভিওয়েট নেতার

বিহারে শুরু হল গণতন্ত্রের উৎসব।

author-image
Debjit Biswas
আপডেট করা হয়েছে
New Update
tejashwi_vs nitish.jpg

নিজস্ব সংবাদদাতা : আজ বৃহস্পতিবার সকাল থেকে শুরু হয়েছে বিহার বিধানসভা নির্বাচন, ২০২৫-এর প্রথম দফার ভোটগ্রহণ। রাজ্যের মোট ২৪৩টি বিধানসভা আসনের মধ্যে এই পর্বে ১২১টি আসনে ভোটগ্রহণ হবে।

এই প্রথম দফাকেই বিহারের রাজনীতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে, কারণ এই পর্বে বেশ কয়েকজন শীর্ষ নেতার ভাগ্য নির্ধারিত হবে।

fghjkn

মহাগঠবন্ধনের মুখ্যমন্ত্রী পদপ্রার্থী তথা রাষ্ট্রীয় জনতা দল (RJD)-এর নেতা তেজস্বী যাদব (Tejashwi Yadav) এই দফায় প্রতিদ্বন্দ্বিতা করছেন। অন্যদিকে, বিজেপি-নেতৃত্বাধীন এনডিএ (NDA)-এর পক্ষ থেকে বিজেপির দুই উপ মুখ্যমন্ত্রী— সম্রাট চৌধুরী (Samrat Choudhary) এবং বিজয় কুমার সিনহা (Vijay Kumar Sinha)-সহ, একাধিক শীর্ষ নেতাও এই প্রথম দফার লড়াইয়ে রয়েছেন।

এই প্রথম দফার ভোট বিহার রাজ্যের রাজনৈতিক ভবিষ্যৎ ঠিক কেমন হবে, তার প্রাথমিক ইঙ্গিত দেবে বলেই মনে করছে রাজনৈতিক মহল।