উত্তর প্রদেশে ভোটার তালিকা ডিজিটাইজেশন ৯৯% সম্পন্ন—আরও দুই সপ্তাহ সময় চাইল রাজ্য নির্বাচন দফতর

স্বাক্ষরবিহীন ফর্ম যাচাই করছে BLO দল, পুরোনো তালিকার সাথে নম্বর মিলিয়ে দেখা হচ্ছে।

author-image
Aniket
New Update
breaking new 2

নিজস্ব সংবাদদাতা: লখনউতে উত্তর প্রদেশের মুখ্য নির্বাচনী আধিকারিক নবদীপ রিনওয়া জানান, রাজ্যে ভোটার গণনার ফর্ম ডিজিটাইজেশনের কাজ ৯৯% সম্পন্ন হয়েছে। তবে স্বাক্ষর না ফেরত পাওয়া কিছু ফর্ম পুনরায় যাচাইয়ের প্রয়োজন হওয়ায় নির্বাচন কমিশনের কাছে আরও দুই সপ্তাহ সময় চাওয়া হয়েছে।

তিনি বলেন, “যেসব ভোটারের ফর্ম স্বাক্ষরসহ ফেরত আসেনি, সেগুলো BLO কর্মীরা আবার যাচাই করবে। পাশাপাশি পুরোনো SIR তালিকার সঙ্গে মিলিয়ে নম্বর ম্যাপিংয়ের কাজও চলছে।” রাজ্য নির্বাচন দফতর পুরো প্রক্রিয়াটি সঠিকভাবে সম্পন্ন করে ভোটার তালিকা হালনাগাদ করার লক্ষ্যে কাজ করছে।