কোভিডের জেরে ১৬ জনের মৃত্যু, দেশজুড়ে আতঙ্ক, কী বলছে কেন্দ্র?

ফের কি লকডাউন? ফের কি ফিরতে চলেছে নানা ধরনের বিধিনিষেধ?

author-image
SWETA MITRA
New Update
covid 19.jpg

নিজস্ব সংবাদদাতাঃ নতুন বছর শেষ হওয়ার আগেই ফের একবার দেশে আতঙ্ক ছড়িয়েছে নতুন করে। শীতের সময়ে মাথাচাড়া দিয়ে উঠেছে কোভিড (Covid 19) সহ বেশ কিছু রোগ। এদিকে সমস্ত রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলির সঙ্গে কেন্দ্রের স্বাস্থ্য বৈঠক প্রসঙ্গে নীতি আয়োগের সদস্য-স্বাস্থ্য ভি কে পাল (VK Paul) বলেন, "বর্তমানে দেশে কোভিড-১৯-এর প্রায় ২৩০০ সক্রিয় কেস রয়েছে। কোভিড জেএন.১ ভ্যারিয়েন্টের কারণে এই উত্থান ঘটেছে। আতঙ্কিত হওয়ার কিছু নেই। কেরালা, তামিলনাড়ু, গোয়া এবং কর্ণাটকে সংক্রমণ রয়েছে। গত দুই সপ্তাহে গুরুতর রোগে আক্রান্ত দের মধ্যে ১৬ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে।“