নদভীর সংসদীয় মন্তব্যে ক্ষুব্ধ ভিভেক ঠাকুর

বিজেপি সাংসদের অভিযোগ— ভোটব্যাংকের রাজনীতিতে আইএনডিআই জোট দিশেহারা, দেশ এমন মন্তব্য বরদাস্ত করবে না।

author-image
Aniket
New Update
Screenshot 2025-12-03 9.36.45 PM

File Picture

নিজস্ব সংবাদদাতা: সমাজবাদী পার্টির সাংসদ মোহিবুল্লাহ নদভীর সংসদে দেওয়া বক্তব্যকে কেন্দ্র করে তীব্র প্রতিক্রিয়া জানালেন বিজেপি সাংসদ ভিভেক ঠাকুর। তিনি দাবি করেন, নদভীর মন্তব্য আসলে মৌলানা মাদানির শুরু করা বিতর্কিত অবস্থানকেই এগিয়ে নিয়ে যাওয়া। ঠাকুর বলেন, "এটা দুর্ভাগ্যজনক যে তারা মাদানির পথ অনুসরণ করছে। তথাকথিত আইএনডিআই জোট এখন ভোটব্যাংকের রাজনীতিতে নিজেদের মধ্যে লড়াইয়ে জড়িয়ে পড়েছে।"

তিনি আরও মন্তব্য করেন, নির্বাচনে পরাজয়ের পর বিরোধীরা আত্মবিশ্বাস ও দিশা হারিয়েছে এবং বাংলায় ও উত্তর প্রদেশে কী করা উচিত তা বুঝতে পারছে না বলেই এমন পরিস্থিতি তৈরি করছে। ভিভেক ঠাকুর হুঁশিয়ারি দিয়ে বলেন, "দেশ পরিবর্তিত হয়েছে। এমন মানসিকতার লোকদের জন্য এখানে জায়গা নেই। সরকার, ব্যবস্থা বা দেশের সাধারণ মানুষ— কেউই এটা মেনে নেবে না।"