এবার বিমানে বোমাতঙ্ক! চাঞ্চল্যকর অভিযোগ পুলিশের

দুবাইগামী ভিস্তারা বিমানে এবার বোমাতঙ্ক। ঘটনাকে ঘিরে তীব্র শোরগোল।

author-image
SWETA MITRA
New Update
vistara.jpg

নিজস্ব সংবাদদাতাঃ এবার চমকে দেওয়ার মতো তথ্য প্রকাশ্যে আনল দিল্লি পুলিশ (Delhi Police)। আজ শুক্রবার দিল্লি পুলিশের তরফে জানানো হয়েছে, ‘দুবাইগামীভিস্তারাবিমানেথাকাউত্তরপ্রদেশেরপিলিভিটের বাসিন্দাআজিমখাননামেরএকপুরুষযাত্রীকেদিল্লিবিমানবন্দর থেকেগ্রেফতারকরাহয়েছে।একমহিলাবিমানেরএকক্রুসদস্যেরকাছেঅভিযোগকরেছিলেনযেতিনিফোনেধৃত লোকটিকেবোমারকথাবলতেশুনেছিলেন।ওইব্যক্তিকেসিআইএসএফ-এরহাতেতুলেদেওয়াহয়এবংপরেদিল্লিপুলিশতাকেগ্রেফতারকরে।ঘটনাটিঘটেছেজুন, কিন্তুতদন্তেরপরকিছুইপাওয়াযায়নি।‘