একাদশীতে মহাকাল মন্দিরে শৃঙ্গার দর্শন ও ভস্ম আরতি- মহাপুণ্য করুন এবার ঘরে বসেই

বিশেষ পূজায় ভক্তদের ভিড়, ভোরে অনুষ্ঠিত হল ঐতিহ্যবাহী আরতি।

author-image
Aniket
New Update
Screenshot 2025-12-04 7.52.04 AM

নিজস্ব সংবাদদাতা: একাদশীর শুভ উপলক্ষে আজ শ্রী মহাকালেশ্বর জ্যোতির্লিঙ্গ মন্দিরে অনুষ্ঠিত হলো শৃঙ্গার দর্শন ও ভস্ম আরতি। ভোর থেকেই মন্দির চত্বরে ভক্তদের ঢল নামে, দেবাধিদেব মহাকালের দর্শনে শরিক হতে দূর-দূরান্ত থেকে মানুষ উপস্থিত হন।

মন্দির পুরোহিতদের পরিচালনায় প্রথাগত বেদমন্ত্র, ধুপ-দীপসহ সম্পন্ন হয় পূজা এবং বিশেষ শৃঙ্গার। এরপর সম্পাদিত হয় সুপ্রসিদ্ধ ভস্ম আরতি, যা মহাদেবের ভক্তদের কাছে বিশেষ আকর্ষণ। পবিত্র এই অনুষ্ঠানে অংশ নিয়ে ভক্তরা শান্তি, সমৃদ্ধি ও সুস্থতার কামনা করেন।