নিজস্ব সংবাদদাতা : এবার নকশালবাদ মোকাবিলায় নিজের সরকারের সাফল্য তুলে ধরলেন ছত্তিশগড়ের মুখ্যমন্ত্রী বিষ্ণু দেও সাই। তিনি বলেন,''গোটা দেশ জানে যে আমাদের নিরাপত্তা বাহিনী নকশালদের বিরুদ্ধে দুর্দান্ত সফলতার সাথে লড়াই করছে। এখনও পর্যন্ত ৪৫০-এরও বেশি নকশালকে নির্মূল করা হয়েছে এবং ২,০০০-এর বেশি নকশাল আত্মসমর্পণ করেছে।"
/filters:format(webp)/anm-bengali/media/media_files/0tXLBb6t6qzvI6zzg4gO.jpg)
এরপর তিনি বলেন,''আগামী ৩১ মার্চের মধ্যে দেশ থেকে নকশালবাদ নির্মূলের সংকল্প অবশ্যই পূরণ হবে।"
৩১ মার্চের মধ্যেই দেশ থেকে নির্মূল হবে নকশালবাদ ! বড় দাবি করলেন বিষ্ণু দেও সাই
কি বললেন বিষ্ণু দেও সাই ?
নিজস্ব সংবাদদাতা : এবার নকশালবাদ মোকাবিলায় নিজের সরকারের সাফল্য তুলে ধরলেন ছত্তিশগড়ের মুখ্যমন্ত্রী বিষ্ণু দেও সাই। তিনি বলেন,''গোটা দেশ জানে যে আমাদের নিরাপত্তা বাহিনী নকশালদের বিরুদ্ধে দুর্দান্ত সফলতার সাথে লড়াই করছে। এখনও পর্যন্ত ৪৫০-এরও বেশি নকশালকে নির্মূল করা হয়েছে এবং ২,০০০-এর বেশি নকশাল আত্মসমর্পণ করেছে।"
এরপর তিনি বলেন,''আগামী ৩১ মার্চের মধ্যে দেশ থেকে নকশালবাদ নির্মূলের সংকল্প অবশ্যই পূরণ হবে।"