BREAKING: মাওবাদী দমনের বিষয়ে এবার নিজের প্রতিক্রিয়া জানালেন মুখ্যমন্ত্রী !

দেখুন বড় খবর।

author-image
Debjit Biswas
New Update
breaking new 2

নিজস্ব সংবাদদাতা : সম্প্রতি ছত্তিশগড়ের নারায়ণপুর জেলার আবুজমাড় এলাকায়, নিরাপত্তা বাহিনীর এক বিশাল অভিযানে ২৭ জন মাওবাদীকে নিষ্ক্রিয় করা হয়েছে। এই নিহতদের মধ্যে সিপিআই-মাওবাদীর সাধারণ সম্পাদক বাসব রাজুও রয়েছেন, যাকে মাওবাদী আন্দোলনের "ব্যাকবোন" বলা হত। তাঁর মাথার দাম ছিল প্রায় ৩.২৫ কোটি টাকার কাছাকাছি। আর এবার এই বিষয়েই নিজের প্রতিক্রিয়া জানালেন ছত্তিশগড়ের মুখ্যমন্ত্রী বিষ্ণু দেব সাই। তিনি বলেন,''গত ১.৫ বছর ধরে বাস্তার অঞ্চলে, মাওবাদীদের শিকড় উপড়ে ফেলতে রাজ্য সরকার ধারাবাহিকভাবে কাজ করছে। এসবকিছু তারই সুফল।'' 

Vishnu Dev Saiq1.jpg