/anm-bengali/media/media_files/0I09tfD0jYdaBiMhtJCv.jpg)
ফাইল ছবি
নিজস্ব সংবাদদাতা: ভিসা কেলেঙ্কারিতে বেশ কয়েকজনকে প্রতারণার অভিযোগে গ্রেপ্তার করল দিল্লি পুলিশ। তারা দুবাই থেকে এই প্রতারণা চালাত বলে অভিযোগ। প্রত্যেকের কাছে ৫৯ হাজার টাকা করে নেওয়া হত ভিসা করিয়ে দেওয়ার নাম করে। দীর্ঘদিন ধরেই এদের খোঁজে তল্লাশি চালাচ্ছিল পুলিশ।
দিল্লি পুলিশের ক্রাইম ব্রাঞ্চের স্পেশাল সিপি রবিন্দর যাদব এদিন জানান, "ভিসা কেলেঙ্কারিতে বেশ কয়েকজনকে প্রতারণা করার অভিযোগ আসছিল। তারপরই এদেরকে গ্রেফতার করা হল। এই কেসের মূল মাস্টারমাইন্ড বিহারের দারভাঙ্গার ইনামুল হক। তাদের অফিস জোগাবাই, জাকির নগর থেকে বিপুল পরিমাণ অপরাধমূলক সামগ্রী উদ্ধার করা হয়েছে”।
#WATCH | Delhi: Visuals of 3 of the accused who were arrested for cheating several people in a visa scam
— ANI (@ANI) October 23, 2023
They used to charge Rs 59,000 as consultation fees from each victim through several fake companies made to seem Dubai-based. https://t.co/N5FuYgAHAJpic.twitter.com/FXdOUfPbTm
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us