মিথ্যা ও দুর্নীতি, কেজরিওয়াল!

কে করলেন এই কটাক্ষ?

author-image
Anusmita Bhattacharya
New Update
kejriwal mcd.jpg

নিজস্ব সংবাদদাতা:দিল্লি বিজেপির সভাপতি বীরেন্দ্র সচদেবা বলেছেন, "অরবিন্দ কেজরিওয়ালের বলা উচিত তিনি গত 10-11 বছরে কী করেছেন। তিনি মিথ্যা ও দুর্নীতি ছাড়া আর কিছুই করেননি। অরবিন্দ কেজরিওয়াল যদি কোনো উন্নয়নমূলক কাজ করে থাকেন তবে তার বলা উচিত। তিনি বলতেন যে তিনি দলিত ছাত্রদের বৃত্তি দেবেন। 11 বছরে মাত্র 5 জন বৃত্তি পেয়েছেন, এটাই তার উন্নয়ন"।