অগ্নিগর্ভ মণিপুর

হিংসার ঘটনায় ক্রমেই উত্তপ্ত হয়ে উঠছে মণিপুর। সেই রাজ্যে গত দুই মাস ধরে চলছে অশান্তি। মুখ্যমন্ত্রী এন বীরেন সিং-এর পদত্যাগ নিয়েও হয়েছে নাটক। যদিও পদত্যাগ থেকে বিরত থাকেন তিনি।

author-image
Ritika Das
New Update
maniopur2.jpg

ফাইল চিত্র

নিজস্ব সংবাদদাতা: অগ্নিগর্ভ মণিপুর। হিংসার ঘটনা ক্রমেই বাড়ছে দেশের সীমান্তবর্তী এই রাজ্যে। গত দু মাস ধরে চলছে সংঘাত। খবরের শিরোনামে বার বার উঠে এসেছে মণিপুরের নাম। রাজ্যের শান্তি ও শৃঙ্খলা ফেরাতে মণিপুরে এসে বৈঠকে বসেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ। কিন্তু পরিস্থিতির কোনও বদল ঘটেনি। 

কয়েক দিন আগেই মণিপুরের ইম্ফলে অবস্থিত বিজেপির কার্যালয়ের বাইরে মানুষের জমায়েত হয়েছিল। রাতের অন্ধকারে বিক্ষোভ দেখান তাঁরা। পুলিশের তৎপরতায় সেই জমায়েতকে ছত্রভঙ্গ করা গেলেও রাজ্যের অন্যান্য অংশে বিক্ষোভ এখনও চলছে। এই বিক্ষোভের মধ্যে মৃত্যুর খবরও সামনে এসেছে। গত শনিবার মণিপুরে ৩ জনের মৃত্যু হয়েছে। 

এদিকে ইস্তফা দিতে গিয়েও দিলেন না মণিপুরের মুখ্যমন্ত্রী এন বীরেন সিং। রাজ্যের পরিস্থিতি ক্রমেই খারাপ দিকে এগোলে পদত্যাগের কথা ঘোষণা করেন তিনি। কিন্তু বীরেন সিং-এর সমর্থকরা তাঁর পদত্যাগ পত্র ছিঁড়ে দেয়। তারপরেই রাজ্য জুড়ে হিংসার  ঘটনা ঘটে। মৃত্যু হয় ৩ জনের। কিন্তু পরে মণিপুরের মুখ্যমন্ত্রী পদত্যাগ করবেন না বলে ঘোষণা করলে, দিনব্যাপী জল্পনার অবসান ঘটে। 

যদিও মণিপুরের পরিস্থিতি দেখে রাজ্যের বহু মানুষ এন বীরেন সিংকে সমর্থন জানাতে নারাজ। রাজ্যের এই অবস্থার জন্য তাঁকেই দায়ী করছেন মণিপুরবাসী। কিন্তু শুক্রবারের সারাদিনের নাটকের পর মুখ্যমন্ত্রী জানালেন, তিনি যে এত সমর্থন পেয়েছেন, তার জন্য ঈশ্বরকে ধন্যবাদ জানিয়েছেন তিনি।