নিজস্ব সংবাদদাতা : প্রাক্তন কুস্তিগীর তথা বর্তমান কংগ্রেস বিধায়ক ভিনেশ ফোগাট আজ কুস্তি ফেডারেশনের বিরুদ্ধে তার আন্দোলন অব্যাহত রাখার বার্তা দিলেন। তিনি বলেন, ''আমি গত দুই বছর ধরে সংগ্রাম করে যাচ্ছি। কিন্তু ব্রিজভূষণ শরণ সিং-এর বিষয়ে সরকারের লুকোচুরি খেলা সবাই দেখছে, আমাদের আন্দোলন এখনও চলছে।"
/anm-bengali/media/media_files/mtawWX12PNns6h2QnstX.webp)
এছাড়াও তিনি বলেন, "আমি যদি ক্রীড়াক্ষেত্রে কোনও পরিবর্তন আনতে না পারি, তাহলে আমার বিধানসভায় থাকার কোনও মানে নেই। মন্ত্রী, মুখ্যমন্ত্রী বা প্রধানমন্ত্রী হওয়ার লোভ নিয়ে আমি রাজনীতিতে আসিনি।''